উত্তরাখণ্ডে হিমাবাহ ভেঙে পড়ার ঘটনার পর থেকেই নিখোঁজ বাংলার ২ শ্রমিক শুভঙ্কর তন্তুবায় ও অশ্বিনী তন্তুবায়। পরিজনকে ফোন করেও পাচ্ছে না। তাদের আশা, হয়তো মোবাইল ফোনের ব্যাটারির চার্জ ফুরিয়ে গিয়েছে।
নয়তো জল ঢুকে ফোন বিকল হয়ে পড়েছে। কিংবা দুই চোখের মতো দুর্গম কোন জায়গায় তারা হয়তো আটকে রয়েছেন। এমনই বিশ্বাস থেকে গতকাল, মঙ্গলবার এলাকার মন্দিরে ও দেবস্থানে পুজো দিয়েছে ওই শ্রমিকদের পরিজনেরা।
একটি মন্তব্য পোস্ট করুন